আফগানিস্তানে ভারতীয় উপ-দূতাবাসে জঙ্গি হামলা, নিহত দুই
আফগানিস্তানের উত্তরে অবস্থিত মাজার-ই-শরিফ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রোববার রাতে এ হামলায় অন্তত দুই হামলাকারী নিহত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে নিহতদের কোনো পরিচয় জানায়নি তারা।
এদিকে দূতাবাস কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হামলার পর বন্দুকধারীদের গুলিতে দুই হামলাকারী মারা গেছে। বাকি হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চলছে।
এদিকে, স্থানীয় গভর্নরের বরাত দিয়ে রয়টার্স জানায়, কয়েকজন হামলাকারী স্থানীয় সময় রোববার রাতে ভারতীয় উপ-দূতাবাসের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় দুটো বিস্ফোরণ ও বেশ কিছু গুলির শব্দ শোনা গেছে। তবে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
আফগানিস্তানের উপ-দূতাবাসে এমন এক সময় হামলাটি হলো, যখন ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় চলছে।