কাঁদলেন ওবামা, দিলেন বন্দুক নিয়ন্ত্রণের ঘোষণা
২০১২ সালের ১৪ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালান ২০ বছরের যুবক অ্যাডাম ল্যাঞ্জা। তিনি একাই ২৬ জনকে গুলি করেন।
ওই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে তোলপাড় হয়। আওয়াজ ওঠে যুক্তরাষ্ট্রে বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের। দেরিতে হলেও সে আওয়াজে কান পেতেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছেন বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণের।
স্থানীয় সময় মঙ্গলবার বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার সময় অঝোরে কেঁদেছেন ওবামা। স্মরণ করেছেন ২০১২ সালে বন্দুকধারীর হামলায় নিহত শিশুদের কথা।
ওই সময় ওবামার পাশে ছিলেন ২০১২ সালের গণহত্যার ঘটনায় নিহত ড্যানিয়েলের বাবা মার্ক বার্ডেন। কাছাকাছি থাকা ওবামা তাঁর বক্তব্যে বলেন, ‘যতবার ওই শিশুদের কথা ভাবি, ততবারই আমি পাগল হয়ে যাই।’
‘এর পরও এ ধরনের ঘটনা প্রতিদিনই শিকাগোর রাস্তায় ঘটছে’, যোগ করেন ওবামা।
হোয়াইট হাউসের নতুন ঘোষণা অনুযায়ী, আগ্নেয়াস্ত্র বিক্রি করতে হলে যে কাউকে অবশ্যই বৈধ বন্দুকের ডিলার হতে হবে। এতে করে অস্ত্র ব্যবসায়ী ক্ষুদ্র, মাঝারি বা বড়—যে-ই হোক না কেন, তাকে অবশ্যই লাইসেন্স করতে হবে।
মঙ্গলবার দেওয়া ভাষণে ওবামা সে বিষয়ের ওপর আলোকপাত করেন। ওই সময় সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।