ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা তদন্তে এফবিআই
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিভিন্ন সময়ে মার্কিন ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনাগুলো তদন্ত করছে। মার্কিন ওয়েবসাইটগুলো হ্যাকিং করার পর সেখান থেকে সবকিছু মুছে ফেলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকাসহ ছবি সেঁটে দেওয়া হয়।
টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজের এক খবরে সোমবার বলা হয়, ওহাইও অঙ্গরাজ্যের একটি গাড়ি কোম্পানি, মিসৌরির একটি গুডউইল সেন্টার ও কানাডার একটি গির্জার ওয়েবসাইটসহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সবকিছু মুছে ফেলে সেখানে আইএসের কালো পতাকা জুড়ে দেওয়া হয়।
মন্টানা, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস ও মিনেসোটায়ও একই ধরনের ওয়েবসাইটে হামলার তথ্য রেকর্ড করা হয়েছে।
এক নিরাপত্তা বিশেষজ্ঞ এনবিসিকে বলেন, এফবিআই ঘটনা সম্পর্কে অবগত আছে। তবে এর সঙ্গে আইএস প্রকৃতভাবে জড়িত নাও থাকতে পারে।
আয়ারল্যান্ডেও রোববার আইএস সংশ্লিষ্ট ওয়েবসাইট হ্যাকিংয়ের খবর পাওয়া গেছে। আয়ারল্যান্ডের ডাবলিন রেপ ক্রাইসিস সেন্টারের ওয়েবসাইট থেকে সবকিছু মুছে দেওয়া হয়েছে।
হ্যাক হওয়া ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আইএস হ্যাক করেছে। আমরা রয়েছি সবখানে।’