দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার শহর
ভয়াবহ দাবানলে পুড়ছে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি শহর। দাবানলে পার্থের দক্ষিণের ঐতিহাসিক শহর ইয়ারলুপে এখন পর্যন্ত প্রায় একশ বাড়ি পুড়ে গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার শহরটিতে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর ফলে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়।
স্থানীয় অগ্নিনির্বাপক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অগ্নিনির্বাপক সংস্থার এক কর্মী। এ ছাড়া সংস্থার একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের গতিবেগ অব্যাহত থাকলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও মনে করছে সংস্থাটি।
অস্ট্রেলিয়ার অগ্নিনির্বাপক সংস্থার পশ্চিমাঞ্চলের কমিশনার ওয়েন গ্রেগসন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দাবানলের অবস্থা ভয়াবহ। আগুন নিয়ন্ত্রণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আগুন এরই মধ্যে প্রায় ৫০ হাজার হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। হুমকির মুখে আছে হার্ভে ও প্রিস্টন সমুদ্রসৈকত।