‘মাদকসম্রাটকে’ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে মেক্সিকো
মেক্সিকোর শীর্ষ মাদক ব্যাবসায়ী জোয়াকুইন এল চাপো গুজমানকে ‘নিরাপত্তার জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে দেশটির কর্তৃপক্ষ। এ ব্যাপারে শিগগিরই আইনি প্রক্রিয়ার কাজ শুরু করতে যাচ্ছে দেশটি। কারাগার থেকে পালানোর ছয় মাসের মাথায় গত শুক্রবার মাদকসম্রাট নামে পরিচিত গুজমানকে গ্রেপ্তারের পর এ সিদ্ধান্ত নিল মেক্সিকো।
এদিকে মেক্সিকোর এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র জানায়, উত্তর আমেরিকার মাদক চক্র ধ্বংসে গুজমানকে কাজে লাগবে অ্যান্টি ড্রাগ ফোর্স। এর আগেও গুজমানকে যুক্তরাষ্ট্র তাদের হাতে তুলে দেওয়ার জন্য মেক্সিকোকে অনুরোধ করেছিল। কিন্তু সে অনুরোধ ফিরিয়ে দিয়েছিল দেশটি। এবার আর তাঁকে নিজ ভূখণ্ডে আটক রাখা নিরাপদ মনে করছে না মেক্সিকো।
বিবিসির খবরে বলা হয়, ছয় মাস আগে দেড় কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত মেক্সিকোর একটি কারাগার থেকে পালিয়েছিলেন গুজমান। এর আগেও বিভিন্ন সময়ে মোট চারবার কারাগার থেকে পালিয়েছিলেন তিনি।
‘মোস্ট ওয়ান্টেড’ মাদকসম্রাট গুজমান কোকেন, হেরোইনসহ বিভিন্ন মাদক যুক্তরাষ্ট্রে পাচার করতেন। সিনালোয়া নামে একটি পাচারচক্রের নেতৃত্ব দিতেন তিনি। এল চাপো হিসেবে বেশি পরিচিতি তাঁর।
দেশটির নৌ-সেনাদের মাসব্যাপী গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সিনাওলা রাজ্যের লস মোচিস শহরে অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাঁকে আটক করা হয়। গত শুক্রবার ভোরবেলায় নৌ সেনাদের সঙ্গে গোলাগুলির পর গুজমান তাঁর মাদক ব্যবসায়ের কেন্দ্রস্থল থেকে পুলিশের হাতে ধরা পড়েন।
নৌ-সেনাদের হাতে গুজমানের গ্রেপ্তারকে ‘আইনের শাসনের জন্য বিজয়’ হিসেবে বর্ণনা করেছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। তিনি বলেছিলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধবিরোধী তৎপরতায় রাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারে মেক্সিকোবাসী।