দর্শনার্থীদের নিমিষেই ভাসিয়ে নিয়ে গেল বিশাল ঢেউ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/11/photo-1452510359.jpg)
সাপ্তাহিক ছুটির দিনে হৈচৈ করে সাগরপাড়ে সময় কাটাচ্ছিলেন অনেকেই। এরই মধ্যে বিশাল এক ঢেউ এসে নিমিষেই ভাসিয়ে নিয়ে গেল দর্শনার্থীদের অনেককেই। শুধু তাই নয়, নিমিষেই মুছে গেল সাগরতীরের অস্থায়ী দোকানপাটও। গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির রয়েল ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, ঢেউ এতই প্রবল ছিল যে এর আঘাতে আহত হয়ে তিনজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
এদিকে বিশাল ঢেউ তীরে আঘাত করার একটি ভিডিও একজন প্রত্যক্ষদর্শী ইউটিউবে আপলোড করেছেন। এর পরই একদিনে প্রায় ২৭ লাখ মানুষ এই ভিডিও দেখেছে।
ডেইলি স্টার জানায়, এই দুর্ঘটনার পর পার্কের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ সাগরতীরে গোসল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ ছাড়া সাগরতীরে ভ্রমণকারীদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।