আফগানিস্তানে পাকিস্তানের কনস্যুলেটের কাছে হামলা, নিহত ৬
আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তানের কনস্যুলেটের কাছে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কনস্যুলেটের কাছে একটি বাড়িতে এ বিস্ফোরণ হয়। ওই বাড়িতে আশ্রয় নিয়েছে কয়েকজন বন্দুকধারী। সেই বাড়ি ঘিরে রেখে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এর আগে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগওয়ানি জানিয়েছিলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ভিসাপ্রার্থীর বেশে পাকিস্তানের কনস্যুলেটের সামনে সারিতে দাঁড়িয়ে ছিলেন। সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার পর তিনি বোমার বিস্ফোরণ ঘটান।
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র স্থানীয় টেলিভিশন তোলো নিউজকে জানায়, হামলায় পুলিশের পাঁচ সদস্য নিহত হয়েছেন। আর আহত হয়েছে তিন স্কুলছাত্র, কনস্যুলেটের একজন কর্মচারীসহ তিনজন।