ইরানের ওপর থেকে উঠে যাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা !
ইরানের ওপর থেকে আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে জারিফ বলেন, ‘আজ ইরানের জনগণের জন্য খুব ভালো একটি দিন। কারণ কয়েক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’ পরমাণু শক্তিধর ছয় দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য এখন ভিয়েনায় অবস্থান করছেন জারিফ।
এদিকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) এক কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, ছয় জাতিগোষ্ঠীর চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে এনেছে এমন একটি ঘোষণা দেবে আইএইএর বিশেষায়িত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়াচডগ।
আর এই ঘোষণার জের ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আনুষ্ঠানিকভাবে পরমাণু সমঝোতার বাস্তবায়নের ঘোষণা দেবেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে উঠে যাবে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা।
এর আগে গত বছরের জুলাই মাসে দুই বছর ধরে আলোচনার পর পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী এতদিন আইএইএর পর্যবেক্ষণের আওতায় ছিল ইরান।