রাজবন্দিদের মুক্তি দিচ্ছে মিয়ানমার
মিয়ানমারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইনের প্রশাসন ১৫ রাজবন্দিকে মুক্তি দিচ্ছে। আজ শুক্রবার দীর্ঘদিন ধরে কারাবন্দি এসব রাজবন্দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুক্তি পাওয়াদের সংখ্যা আরো বেশি হতে পারে। রাজবন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে থেইন সেইনের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
গত ৮ নভেম্বরের দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জাতীয় নির্বাচনে বিশাল জয় অর্জন করে। এনএলডি সরকার গঠনের কয়েকদিন আগে বিদায়ী সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।