আলাস্কায় ৭.১ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি আলাস্কার কুক ইনলেটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল কুক ইনলেট থেকে ১৬২ মাইল দূরে অ্যাঙ্কোরেজ এলাকায়। এটি ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ মাইল গভীরে।
আলাস্কার হোমারের বাসিন্দা আলোকচিত্রী জোশোয়া ভেলডস্ট্রা সিএনএনকে বলেন, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
‘আঘাত হানার সময় ভূমিকম্পটিকে মৃদু মনে হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এটা বড় আকার ধারণ করে’, বলেন ভেলডস্ট্রা।
এক টুইটার বার্তায় অ্যাঙ্কোরেজ শহর পুলিশ জানায়, ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস প্রকাশিত ছবি থেকে বড় ধরনের ভূকম্পনের আলামত পাওয়া গেছে। তবে সংস্থাটির পক্ষ থেকে বড় কোনো ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়নি।