অস্ট্রেলিয়াকে রিপাবলিক করতে নেতাদের তোড়জোড় শুরু
ব্রিটেনের জোট থেকে বের হয়ে অস্ট্রেলিয়াকে রিপাবলিক করতে উঠেপড়ে লেগেছেন দেশটির অনেক নেতা। এই লক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রায় সব অঞ্চলের নেতারাই একটি নথিতে স্বাক্ষর করেছেন। তবে কেউ কেউ এই মুহূর্তে এমন উদ্যোগ নেওয়ার পক্ষপাতী নন।
বিবিসি জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার নেতা কলিন বারনেট রিপাবলিকের সমর্থনের নথিতে স্বাক্ষর করেননি। অস্ট্রেলিয়ার রিপাবলিক করার পক্ষপাতী হলেও এই নেতা মনে করেন, এই উদ্যোগের জন্য এটি সঠিক সময় নয়। অস্ট্রেলিয়া রিপাবলিক হলে দেশটির সর্বোচ্চ প্রধান হিসেবে ব্রিটেনের রানি স্বীকৃতি হারাবেন।
এর আগে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াকে রিপাবলিক করতে দেশটির সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়। তবে ওই সময় কিছু ভোটের ব্যবধানে অস্ট্রেলিয়ার রিপাবলিক হওয়া আটকে যায়। তৎকালীন সময়ে রিপাবলিকান আন্দোলনের নেতা ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। মজার বিষয় হলো, বর্তমানে টার্নবুল রিপাবলিকান আন্দোলন নিয়ে ভিন্নমত পোষণ করেন। তাঁর মতে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসন শেষ না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ায় রিপাবলিক আন্দোলন হওয়া ঠিক নয়।
জানা গেছে, অস্ট্রেলিয়ার ব্রিটিশদের আগমন উপলক্ষে প্রতিবছর আয়োজন করা হয় অস্ট্রেলিয়া ডে। এবারের অস্ট্রেলিয়া ডে-র প্রাক্কালে ব্রিটিশদের বাদ দেওয়ার তোড়জোড় দেখা গেল।
বিবিসি জানিয়েছে, রিপাবলিক হওয়ার পক্ষে অস্ট্রেলীয়দের মধ্যে বেশ সাড়া পড়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে থাকা টনি অ্যাবট হয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী পদে আছেন এমন ব্যক্তি যিনি আগে ছিলেন রিপাবলিকান নেতা। আর তিনিও জানতে পেরেছেন, সরকারপন্থী বা বিরোধী অধিকাংশ নেতাই অস্ট্রেলিয়াকে রিপাবলিক করার পক্ষে।