'ওবামা বোকা ছিলেন, বড় হতে সময় লেগেছে'
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় হয়ে উঠতে এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। বারাক ওবামা সম্পর্কে এই গোপন তথ্যটি জানিয়েছেন তাঁরই স্ত্রী মিশেল ওবামা। গতকাল মঙ্গলবার ‘দ্য রিয়েল’ টকশো’তে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হাফিংটন পোস্ট জানিয়েছে, এই টকশোর উপস্থাপক যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কাছে জানতে চান, তাঁর স্বামী উচ্চ মাধ্যমিক স্কুলে কেমন ছিলেন? স্কুলে তিনি এবং প্রেসিডেন্ট বারাক ওবামা কে ভালো ফলাফল করতেন? এসব প্রশ্নের জবাবে মিশেল বলেন, ‘স্বাভাবিকভাবেই আমি। কারণ স্কুলে ওবামা অনেকটাই বোকা ছিলেন। উচ্চ মাধ্যমিক স্কুলে তিনি পড়াশোনাকে এতটা গুরুত্বের সঙ্গে নেননি। তিনি কোনোমতে পাস করেছেন। তিনি একজন অকর্মা ছিলেন। সেই সময় তিনি সামান্যই বেড়েছিলেন।’
মিশেল তাঁর স্বামীর কলেজ জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘যদিও তিনি উচ্চ মাধ্যমিক স্কুল পাস করে কলেজে ভর্তি হয়েছিলেন। তখনো তিনি তাঁর ভবিষ্যৎকে গুরুত্বের সঙ্গে নেওয়ার ব্যাপারে কিছু সময় নিয়েছিলেন। কলেজে যখন দ্বিতীয় বর্ষে পড়েন, তখন তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। তখন তিনি নিজে থেকে কিছু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন।’
এসব কথা বলার পর মিশেল তাঁর স্বামী ওবামার সম্পর্কে কিছু অনুপ্রেরণাদায়ক কথাও বলেন। তিনি বলেন, ‘এটি বেশি দেরি হয়নি। তিনি যা করেছেন ঠিকই করেছেন।’