তিনপেয়ে কুকুরের বীরত্ব
১৫ বছর বয়সী কুকুর লিভাই। অন্য সব কুকুরের মতো ওর চারটি পা নয়। একটি পা হারিয়েছে সে। তবে তিনপেয়ে কুকুর বলে লিভাইকে হেলাফেলা করা যাবে না মোটেও। কারণ এই তিন পা নিয়েই সে বীরত্বের পরিচয় দিয়েছে। নিজে আহত হয়েও বাঁচিয়েছে মালিককে।
লিভাইয়ের সাহসিকতার কারণেই ভয়ানক একটি ডাকাতির হাত থেকে বেঁচে গেছে তার মালিকের পরিবার।
এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে। গত সপ্তাহে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ডরসি চেরি। হঠাৎ দেখতে পান একজন সশস্ত্র ডাকাত তাঁর বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি টের পেয়ে সমানে চিৎকার করতে থাকেন লিভাই।
ওই অস্ত্রধারী চেরি ও তাঁর ছেলেবন্ধু ডরসি শেনজেলের দিকে অস্ত্র তাক করে। এরপর অস্ত্রের মুখে তাঁদের দুজনকে বাড়ির ভেতরের মাঠে নিয়ে গিয়ে অর্থ দাবি করে। সে সময় লিভাই চিৎকার করে অস্ত্রধারীর দিকে এগিয়ে আসতে থাকে।
লিভাইয়ের হাত থেকে বাঁচতে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে ওই অস্ত্রধারী। গুলিটি লিভাইয়ের মাথা ছুঁয়ে বেরিয়ে গিয়ে কাঁধে গিয়ে বিদ্ধ হয়। এরপর কিছু না নিয়েই বাড়িটি থেকে পালিয়ে যায় ওই অস্ত্রধারী।
চেরি জানান, লিভাইয়ের বীরত্বের কাহিনী এবারই প্রথম নয়। ২০১৪ সালে চেরির ছেলেকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনায় একটি পা হারায় লেভি। সে সময় তাদের পুরো পরিবারের সঙ্গে লিভাইকেও পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে একটি খাদের কিনার থেকে তাঁর ছেলেকে বাঁচাতে গিয়ে পড়ে যায় লিভাই। তিনি আরো বলেন, ওই সময় লিভাই না বাঁচালে ছেলেকে হয়তো হারাতে হতো তাঁর।
এখন মোটামুটি সুস্থ লিভাই। তবে তাকে পুরোপুরি সুস্থ এখনো বলা যাচ্ছে না।
এদিকে এখন পর্যন্ত অপরাধীতে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তারের সব ধরনের চেষ্টা করা হচ্ছে।