কুয়েতের ইতিহাসে প্রথমবার তুষারপাত
প্রকৃতির অদ্ভুত এক খামখেয়ালিপনা যেন দেখল মরুর দেশ কুয়েতের জনগণ। উপসাগরীয় দেশটিতে এই প্রথমবার বরফ পড়ল। গত বুধবারের তুষারপাতের পর দেশটির আবহাওয়া দপ্তর বিবিসিকে জানিয়েছে, স্মরাণাতাতীত কাল থেকে কুয়েতে বরফ পড়ার কোনো নজির নেই। এদিকে নজির সৃষ্টি করে কুয়েতে বরফ পড়ার ছবি ভাইরাল হয়ে ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
দেশটির আবহাওয়া দপ্তর জানায়, গত কয়েকদিনে কুয়েতের তাপমাত্রা খুব নেমে গিয়েছিল। গরমকালে কুয়েতের তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। শীতে এখানকার তাপমাত্রা সাধারণত ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। কিন্তু এবার তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে গেছে।
কুয়েতের উত্তরের প্রতিবেশী দেশ সংযু্ক্ত আবর আমিরাতে শীতকালে তুষার ঝড় ও তুষারপাতের নজির আছে। কিন্তু কুয়েতে এই প্রথম বরফ পড়ল বলে দাবি সে দেশের বাসিন্দাদের।
এক কুয়েতির বরাতে বিবিসে জানিয়েছেন, তাঁর দাদুও কোনোদিন তুষারপাত দেখেননি। এদিকে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হবে।