অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল ঝড়ের আশঙ্কা
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি শহরের কিছু অংশে প্রবল ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আজ শনিবার বিকেলে দিকে এই ঝড় হতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, রোদ ও শুকনো আবহাওয়ার মধ্যে দিয়ে দ্নিটি শুরু হলেও, ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম সিডনির বড় অংশে প্রবল ঝড় হতে পারে। ঝড়ের সময় প্রবল বাতাস এবং প্রচণ্ড বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় আজ বিকেল ৫টার দিকে পারামাত্তা, সাউদারল্যান্ড, সিডনি অলিম্পিক পার্ক, ক্যাম্পবেলটাউন, লিভারপুল এলাকায় ঝড় হতে পারে। অপর দিকে বিকেল সাড়ে ৫টার দিকে সিডনি এয়ারপোর্ট, ডার্কেস ফরেস্ট, হেলেনসবার্গ এবং সেন্ট্রাল কোস্ট এলাকায় ঝড় হতে পারে। তবে পৌনে ৫টার দিকে ঝড় হতে পারে ডুরাল, হর্নসবি, মোনা ভেল ও টেরি হিলস এলাকায়।
সিডনি মর্নিং হেরার্ল্ড জানিয়েছে, এরই মধ্যে সিডনির ব্লাকটাউন, এরসকিন পার্ক ও ব্যাজারিস ক্রিকের কিছু অংশে বজ্রপাত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টার পর এসব এলাকায় ঘণ্টায় ৯৮ কিলোমিটার বেগে বাতাস বইতে দেখা গেছে।