মুম্বাই হামলা : লাখভিকে মুক্তি দিতে নির্দেশ পাকিস্তানি আদালতের
মুম্বাই হামলায় প্রধান সন্দেহভাজন আসামি লস্কর-ই-তৈয়েবার কমান্ডার জাকিউর রেহমান লাখভিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। একই সঙ্গে তাঁকে আটক রাখা অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন আদালত। আজ শুক্রবার পাকিস্তানের হাইকোর্টের বিচারপতি নূর-উল-হক কোরেশি এসব নির্দেশ দেন।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে বোমা হামলায় ১৬৬ জন নিহত ও আহত হন প্রায় ৩০০।
পাকিস্তানের আদালতের এই নির্দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, লস্কর-ই-তৈয়েবার কমান্ডার লাখভি যেন কারাগার থেকে বের হতে না পারেন তা নিশ্চিত করার দায়িত্ব পাকিস্তান সরকারের।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সংস্থাগুলো আদালতের সামনে মুম্বাই হামলার হোতা লাখভির বিরুদ্ধে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তানকে অবশ্যই উপলব্ধি করতে হবে এখানে ভালো সন্ত্রাসী বা খারাপ সন্ত্রাসী বলে কেউ নেই।
পাকিস্তানের আদালত এর আগেও একবার লাখভিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত জানুয়ারিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ বাতিল করে দেন। সেই সময় সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট তড়িঘড়ি করে এই নির্দেশ দিয়েছেন। গত বছর ১৮ ডিসেম্বরে সন্ত্রাসবিরোধী আদালত লাখভির জামিন আবেদন মঞ্জুর করেন। কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিবাদে সরকারি নির্দেশ, সরকারি আদেশ প্রতিপালন (এমপিও) আইনের অধীনে কর্তৃপক্ষ তাঁকে আটকে রাখা হয়। আদালত এই আটকও স্থগিত করেন। মুক্তি পাওয়ার ঠিক আগে আফগানিস্তানের এক নাগরিককে অপহরণ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।