উপকূলে শরণার্থীদের আটক বৈধ করল অস্ট্রেলিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/03/photo-1454476867.jpg)
উপকূলবর্তী এলাকায় শরণার্থীদের আটক করাকে বৈধ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। স্থানীয় সময় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালতের এ রায়ে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৯ শিশু রয়েছে। এর মধ্যে ৩৩ শিশু অস্ট্রেলিয়ায় জন্মেছিল।
আলজাজিরার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল একে ‘গুরুত্বপূর্ণ’ বলেছেন। তিনি বলেন, ‘সরকার অস্ট্রেলিয়া সীমান্ত সুরক্ষিত রাখবে এবং সমুদ্রে ডুবে যাওয়া বন্ধ করবে।’
তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, আদালতের এ রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিশুদের অধিকার সুরক্ষায় নৈতিক জায়গা থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নাউরুর সব অভিবাসনপ্রত্যাশী বাজে জীবনযাপনের কুফল ভোগ করেছে।