অস্ট্রেলিয়ার খসড়া ভিসা নীতি ফাঁস
নতুন অভিবাসীদের বিষয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় ভিসা নীতির বিভিন্ন ঝামেলা দূর করা হচ্ছে। স্থায়ীভাবে বসবাসের সুযোগ ও নাগরিকত্ব দেওয়ার বিষয়টিও আরো কঠোর হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মন্ত্রিসভা থেকে ফাঁস হওয়া এক নথিতে দেশটির খসড়া ভিসা নীতির প্রস্তাবে এসব তথ্য আছে বলে জানা গেছে।
মন্ত্রিসভার নথির বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, খসড়া ভিসা নীতিতে সন্ত্রাসী হামলা ও মানবিক কারণে অভিবাসী গ্রহণের মধ্যে সম্পর্ক থাকার কথা বলা হয়েছে।
জানা গেছে, খসড়া ভিসা নীতির প্রস্তাবে অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থা একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনার মধ্যে আনার কথা বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ফাঁস হওয়া নথিটি দেখেননি বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আজ শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, ‘নথিটি সঠিকও হতে পারে। তবে এটি ফাঁস হওয়ার কথা নয়। এর পরও মাঝেমধ্যে এগুলো ফাঁস হয়ে যায়।’
অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডাটও ফাঁস হওয়া নথিটি দেখেননি বলে দাবি করেন। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সরকারের বিভিন্ন বিভাগ প্রায়ই খসড়া নথি তৈরি করে। অনেক সময় সরকারের মন্ত্রী বা উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে এসব খসড়া দেওয়া হয় না।