আলজাজিরার সাংবাদিককে মুক্তি দিল মিসর
কারাগারে ৪০০ দিন বন্দী থাকার পর অস্ট্রেলীয় নাগরিক ও আলজাজিরার সাংবাদিক পিটার গ্রিস্টকে মুক্তি দিয়েছেন মিসরের সর্বোচ্চ আদালত। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে তিনিসহ তিন সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ।
মুক্ত হয়েই পিটার আটকে থাকা দুই কর্মীর জন্য লড়াই চালিয়ে যাবেন বলে তাঁর পরিবারের কাছে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে পিটারের ভাই অ্যান্ড্রু গ্রিস্ট সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা স্বীকার করি যে পিটারের দুই সহকর্মী এখনো কারাগারে আটকে আছে।’ তিনি পিটারের মুক্তির জন্য সমর্থনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বাবা জুরিস গ্রিস্ট জানান, আটকদের জন্য তিনি গভীরভাবে মর্মাহত।
পিটারের মা লইন গ্রিস্ট বলেন, ‘আমি খুব পুলকিত। ভাষায় প্রকাশ করতে পারব না আমি কেমন খুশি। ধন্যবাদ সবাইকে, সবকিছু ভালোভাবে শেষ হলো।’
এ বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানান, গ্রিস্টকে নিঃশর্তভাবে মুক্তি দিয়েছে মিসর, তবে জীবনের সঙ্গে তাল মেলাতে তাঁর কিছু সময় লাগবে। তিনি বলেন, ‘পিটার বিহ্বল হয়ে পড়েছিলেন। মিসরের কর্তৃপক্ষ তাঁকে সংক্ষিপ্ত নোটিশ দিয়েছিল যে তিনি নিঃশর্ত মুক্তি পেতে যাচ্ছেন। এর পর তাঁকে যত দ্রুত সম্ভব কারাগার থেকে গ্রহণ করতে আমরা ব্যবস্থা নিই। এয়ারপোর্টে নিয়ে তাঁর বাড়ি ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা করি।’
২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর আলজাজিরার তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। অন্য দুজন মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ আলজাজিরার সংবাদকর্মী।