যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুবাই ও চীনের অবকাঠামোর তুলনায় যুক্তরাষ্ট্র এখন একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উত্তাহের সল্ট লেক সিটিতে এক নির্বাচনী মিছিলে ট্রাম্প এ কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যদি নির্বাচিত হতে পারেন, তাহলে এর পরিবর্তন ঘটাবেন বলে অঙ্গীকার করেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মঙ্গলবার এই অঙ্গরাজ্যে প্রার্থিতা বাছাই লড়াই হবে।
ট্রাম্প বলেন, ‘আপনি যদি দুবাই, চীনের মতো জায়গায় যান তাহলে আপনি রাস্তা, রেললাইন দেখবেন, তাদের বুলেট ট্রেন রয়েছে, যা ঘণ্টায় শত শত মাইল অতিক্রম করতে পারে। আপনি যদি নিউইয়র্কে যান তাহলে দেখবেন ১০০ বছর আগের মতোই রয়েছে।’
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারলে ইসলামিক স্টেটকে (আইএস) দমন এবং দেশ পুনর্গঠন করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপকে একটি ‘সর্বনাশা’ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থসিদ্ধি হবে এমন চুক্তিই তিনি করবেন।
ফ্লোরিডা, ইলিনয় ও উত্তর ক্যারোলাইনা-এই তিনটি অঙ্গরাজ্যে জয়ী হওয়ার পর উত্তাহের সল্ট লেক সিটিতে এটিই ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ।
আগামী ২২ মার্চ, মঙ্গলবার আমেরিকান সামোয়া, উত্তাহ ও আরিজোনায় প্রার্থী বাছাই নির্বাচন।
বিশ্লেষকদের ভাষ্য, পরপর তিনটি ককাসে জয়ী হওয়ার পর ট্রাম্পকেই সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনে করা হচ্ছে।