নকল ভিসা বিক্রির দায়ে তিন বাংলাদেশি আটক
কুয়েতে নকল ভিসা বিক্রির দায়ে তিন বাংলাদেশিকে আটক করে স্থানীয় প্রশাসন। আটক তিনজনের বিরুদ্ধে সরকারি সংস্থার নামে নকল চুক্তি বানিয়ে ভিসা বিক্রির অভিযোগ আছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে প্রকাশিত খবরে স্থানীয় পত্রিকা জানায়, একটি সন্দেহভাজন কোম্পানির সঙ্গে সরকারি চুক্তির নকল কাগজ তৈরি করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন ওই তিন বাংলাদেশি নাগরিক। উল্লেখ্য, কুয়েতে ভিসা কেনাবেচা সম্পূর্ণ নিষেধ।
পুলিশ আরো জানায়, ভিসা বিক্রির এ ঘটনায় প্রধান সন্দেহভাজনকে ৭২টি ভিসার কাগজসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এই তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।