পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার
ইউক্রেন নিয়ে চলমান টানাপড়েনের মধ্যে ডেনমার্কের যুদ্ধজাহাজে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, ডেনমার্ক যদি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দেয়, তবে তাদের জাহাজগুলো রাশিয়ার পরমাণু হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
গতকাল শনিবার ডেনমার্কে রাশিয়ান রাষ্ট্রদূত মিখায়েল ভেনিন এ কথা বলেন। স্থানীয় পত্রিকা জিলান্দস পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেনমার্ক রাশিয়ার বিরুদ্ধে হুমকির অংশ হয়ে উঠতে পারে। রাশিয়া ক্ষতিগ্রস্ত হলে দুই দেশের সম্পর্কের শান্তি নষ্ট হতে পারে। এতে তাদের অর্থনীতি ও নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব মাথায় রেখেই ডেনমার্ক ওই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দেবে কিনা সেই সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে।’
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী মার্টিন লিডিগেরার্ড রাষ্ট্রদূতের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, তিনি যদি এমন কথা বলে থাকেন, তবে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কারণ ন্যাটোর ক্ষেপণাস্ত্র সুরক্ষা কেবল আত্মরক্ষামূলক। এটা কোনোভাবেই রাশিয়ার প্রতি হুমকি নয়।
গত বছরের আগস্টে ডেনমার্ক ন্যাটোর ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণের কথা জানালে তখন তাদের সতর্ক করেছিল রাশিয়া। তবু ডেনমার্ক জানিয়েছিল, কমপক্ষে একটি যুদ্ধ জাহাজ নিয়ে হলেও এই সুরক্ষাব্যবস্থায় তারা অংশ নেবে।
এরপর দেশটির ওপর এই বিষয়ে কূটনৈতিক চাপ অব্যাহত রাখে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই ওয়ামিন বলেছিলেন, রাশিয়ার কথা মাথায় রেখে তারা এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগ দিচ্ছেন না। তবে যে কোনো সময় নিরাপত্তার প্রয়োজনে এই সুরক্ষা ব্যবস্থায় যোগ দিতে পারে ডেনমার্ক। আর তাই রাশিয়া এর মধ্যে হস্তক্ষেপ করবে না বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।