নওয়াজকে মোদির বার্তা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেছেন, তার দৃঢ় বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতামুক্ত পরিবেশে দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সব অমিমাংসিত ইস্যু সমাধান করা যাবে।
পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পাঠানো এক অভিনন্দন বার্তায় মোদি এ কথা বলেন। খবর বাসসের।
এদিকে নয়াদিল্লি দুই দেশের সমস্যা সমাধানে তৃতীয় পক্ষের কোনো সুযোগ না থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেছেন, শিমলা চুক্তি ও লাহোর ঘোষণার কাঠামোর ভেতরে একটি শান্তিপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনাই অমিমাংসিত সব বিষয় সমাধানের একমাত্র পথ।
তিনি বলেন, হুরিয়তের ব্যাপারে ভারতের অবস্থান সম্পর্কে ভুল বোঝাবুঝির কেনো সুযোগ নেই।
পাকিস্তানের রাষ্ট্রদুত আব্দুল বাসিতের এক বিবৃতির জবাবে তিনি এ কথা বলেন। ওই বিবৃতি বলা হয়, পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে হুরিয়ত নেতাদের নিমন্ত্রণের ব্যাপারে ভারতের কোনো আপত্তি নেই।