যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে ‘ডগ ক্যাফে’
মার্কিনিদের কুকুরপ্রীতির কথা অনেকেরই জানা। দেশটির অনেক পরিবার পোষা কুকুরকে পরিবারের সদস্যের মতোই দেখে। এই যুক্তরাষ্ট্রেই প্রথম চালু হচ্ছে ‘ডগ ক্যাফে’। ভিন্নধর্মী এই ক্যাফেতে পানীয় পান করার পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন কুকুরকে আদর করা যাবে। আবার এদের কোনোটিকে দত্তকও নেওয়া যাবে।
সংবাদমাধ্যম ইউপিআই জানিয়েছে, স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুকুর ক্যাফে চালু হওয়ার কথা। একে পোষা প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল বলে দাবি করছেন উদ্যোক্তারা। এরই মধ্যে বিড়ালের জন্য এমন আশ্রয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।
ডগ ক্যাফের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে মানুষ এবং কুকুরের একসঙ্গে আনন্দের এক আশ্রয়। নিরাপদ আবাসের ভিড় থেকে কিছু কুকুরকে এখানে আলাদা করে রাখা হচ্ছে।
ইউপিআই জানিয়েছে, আগামীকাল চালু হওয়ার কথা থাকলেও এক মাস ধরে ডগ ক্যাফে নিয়ে ক্যালিফোর্নিয়াবাসীর কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে অনেক মানুষ ক্যাফেতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
জানা গেছে, ডগ ক্যাফেতে যাওয়া প্রত্যেক দর্শনার্থীকে ১০ ডলারে রেজিস্ট্রেশন করতে হবে। এর বিনিময়ে তাঁরা ৫৫ মিনিট করে সেখানে অবস্থানের সুযোগ পাবেন। এ সময় তাঁরা একটি পানীয় পাবেন এবং ক্যাফেতে থাকা বিভিন্ন প্রজাতির কুকরকে আদর করতে পারবেন।
ডগ ক্যাফেতে কুকুরের প্রজাতির একটি তালিকা তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতি সম্পর্কে বিস্তারিত বর্ণনাও পাওয়া যাচ্ছে। ডগ ক্যাফের মালিকের কুকুর ছাড়া যেকোনো একটি কুকুর দত্তক নেওয়া যাবে বলে জানা গেছে। তবে ডগ ক্যাফেতে যাওয়া কোনো ব্যক্তি নিজের পোষা কুকুরটি সঙ্গে নিতে পারবেন না।