ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রুসেফের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/13/photo-1460517274.jpg)
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র হয়েছে এবং এই ষড়যন্ত্রে যুক্ত আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমার। সম্প্রতি দিলমা রুসেফের অভিশংসনের বিরুদ্ধে দেশটির কংগ্রেশনাল কমিটি সমর্থনের পর তিনি এ অভিযোগ তুলেছেন।
বিবিসি জানিয়েছে, গত সোমবার প্রকাশিত মাইকেল টেমারের এক অডিওবার্তায় নাম না উল্লেখ করে দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুতের কথা বলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ওই বার্তায় বোঝা যায়, রুসেফকে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন টেমার। এই সঙ্গে টেমার জাতীয় ঐক্যের পক্ষে কথা বলেন। তবে অডিওবার্তায় বোঝানো হয়েছে, এরই মধ্যে দিলমা রুসেফ ক্ষমতাচ্যুত হয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমার বলেছেন, ভুলবশত তাঁর কার্যালয় থেকে অডিওবার্তাটি প্রকাশিত হয়েছে। এটি ভুল ঠিকানায় পাঠানো হয়েছিল।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অডিওবার্তায় মাইকেল টেমারকে কোনো বক্তৃতার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। আর রুসেফের প্রেসিডেন্ট থাকা নিয়ে কংগ্রেশনাল কমিটির গুরুত্বপূর্ণ ভোটের সময় বার্তাটি প্রকাশিত হয়।
বিবিসি জানিয়েছে, মাইকেল টেমারের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, তিনি নিজেও রুসেফের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তবে টেমারের বক্তব্য বেশ অপরিণত।