গাঁজা সেবন বৈধ হচ্ছে কানাডায়
আগামী বছর থেকে গাঁজা সেবন ও বিক্রি বৈধ করে আইন প্রণয়ন করতে যাচ্ছে কানাডা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন ফিলপট বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আইন প্রণয়ন হলে পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডাই হবে অন্যতম দেশ, যেখানে বিস্তৃত পরিসরে এই মাদকের ব্যবহার হতে যাচ্ছে।
তবে জেন ফিলপট অঙ্গীকার করেন, শিশু ও অপরাধীদের নাগালের বাইরে গাঁজা রাখা হবে।
নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আইন করার অঙ্গীকার করেছিলেন।
এ ঘোষণা এমন সময়ে দেওয়া হলো, যখন গাঁজার পক্ষের লোকজন অনানুষ্ঠানিক ছুটির দিন উপভোগ করছে। আর এদিন কয়েকশ গাঁজা সেবনকারী পার্লামেন্ট ভবনের বাইনে সমাবেশ করেছে।
বিশেষজ্ঞদের মতে, গাঁজা সেবন বৈধ করার ফলে কানাডার ফৌজদারি বিচার ব্যবহারের ওপর চাপ কমে আসবে।
এদিকে, কানাডার বিরোধী রক্ষণশীল দলের আইনপ্রণেতা জেরার্ড ডেলটেল বলেন, এ আইনের ফলে তাঁর দেশের নাগরিকদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘কানাডার তরুণদের জন্য এটা সবচেয়ে খারাপ বিষয়—গাঁজার দরজা খুলে দেওয়া।’