কানাডার আলবার্টায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা
ভয়াবহ দাবানলে কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় দেশটির ফোর্ট ম্যাকমারি এলাকা থেকে ৮৮ হাজার মানুষ বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফোর্ট ম্যাকমারির অনেক এলাকা দাবানলে ভস্মীভূত হবে। নগরীটির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির প্রশাসন।
স্থানীয় সময় রোববার দাবানলের সূত্রপাত হয়। এরই মধ্যে এ দাবানলে ফোর্ট ম্যাকমারির এক হাজার ৬০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, আলবার্টার ইতিহাসে এই দাবানলের ঘটনায় সবচেয়ে বেশি মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। আলবার্টায় ব্যবসা করা বেশির ভাগ তেলের কোম্পানি তাদের পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে কিছু লোক নিরাপদে থাকলেও অনেককেই বাসস্থল ছাড়তে বাধ্য হতে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আলবার্টার কৃষি ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বার্নি শেমিটি বলেন, ‘সব ধরনের দমন পদ্ধতি ব্যবহার করেও বুধবার সর্বনাশা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’
আলবার্টা ছাড়ার পর প্রদেশিক প্রধান রাসেল রোটলি বলেন, আগুন ফোর্ট ম্যাকমারির উত্তর ও পূর্ব দিকে বিস্তার হচ্ছে। বাতাস পূর্বাভাস মতো আচরণ করলে নগরীর বিমানবন্দরের কাছের থিকউড ও টিম্বারবালা এলাকায় ছড়িয়ে পড়বে দাবানল।