আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত, আহত ৭৩
আফগানিস্তানের গজনি প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৩ জন। স্থানীয় সময় আজ রোববার প্রদেশের মুকার জেলায় জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার ও দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষের পরপরই যানবাহনগুলোতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় আহতদের গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের অপর সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, দুর্ঘটনার পর সড়ক বন্ধ হয়ে গেলে কাবুল ও কান্দাহার সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পূর্ব গজনি প্রশাসনের মুখপাত্র জাবেদ সালানজি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে বলেন, বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিলেন। জাবেদ সালানজি আরো বলেন, হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে অধিকাংশের অবস্থায়ই গুরুতর। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশের ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমদি দাবি করেন, বেপরোয়া যান চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের দুর্বল ট্রাফিক ব্যবস্থায় দুর্ঘটনা নিত্যনৈমিক ঘটনা। তবে এর আগে বড় দুর্ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে। জ্বালানি বহনকারী ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মধ্যকার ওই সংঘর্ষেও কমপক্ষে অর্ধশতাধিক নিহত হন।