এক হীরার দাম ৫০০ কোটি টাকা
হীরা পৃথিবীর অন্যতম মূল্যবান পদার্থ। বড় হীরা অতি উচ্চ মূল্যে বিক্রি হয়। এই উচ্চ মূল্যের এক নতুন রেকর্ড স্থাপন হলো সম্প্রতি। সুইডেনের রাজধানী স্টকহোমে আকাটা এক হীরা বিক্রি হয়েছে ছয় কোটি ৩০ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় ৪৯৪ কোটি ছয় লাখ ১৪ হাজার।
ডেকান ক্রনিকেল জানিয়েছে, খনিবিষয়ক কানাডার প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ড রেকর্ড দামের ৮১৩ ক্যারেটের হীরাটি বিক্রি করেছে। অবশ্য এর চেয়ে বড় এক হাজার ১০৯ ক্যারেটের এক হীরা পরে বিক্রির জন্য তোলার ঘোষণা দিয়েছে।
হীরা বিক্রির প্রতিষ্ঠান নেমেসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম ল্যাম্ব বলেন, ইতিহাসে এই প্রথম এত দামে কোনো আকাটা হীরা বিক্রি হলো।
ডেকান ক্রনিকেল জানিয়েছে, আফ্রিকার দেশ বতসোয়ানার একটি প্রতিষ্ঠান রেকর্ড দামের হীরাটি কিনেছে। তবে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানায়নি নেমেসিস।
জানা গেছে, আগামী ২৯ জুন যুক্তরাজ্যের এক নিলামে এক হাজার ১০৯ ক্যারেটের চেয়ে বড় হীরা বিক্রির জন্য তুলবে লুকারা ডায়মন্ড। নতুন আরেক রেকর্ডের আশা করছেন তাঁরা।
রেকর্ড দামে হীরা বিক্রির পর লুকারার শেয়ার সাড়ে ৮ শতাংশ বেড়েছে। জানা গেছে, কানাডার প্রতিষ্ঠান হলেও লুকারার অধিকাংশ শেয়ারের মালিক সুইডেনের আলোচিত লানডিন পরিবার।