বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৭০
ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার বাগদাদের শিয়া অধ্যুষিত আল-শাব জেলায় একটি আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত হন। আহত হন ৭০ জনের বেশি মানুষ।
সদর শহরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হন। আহত হন আরো ১৭ জন।
এ ছাড়া বাগদাদের দক্ষিণাঞ্চলীয় আল-রাশিদ এলাকায় আরেকটি গাড়িবোমা হামলায় ছয়জন নিহত ও ২১ জন আহত হন। এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে দাবি করেছেন ইরাকের সেনাবাহিনীর একজন মুখপাত্র।
আল-শাব এলাকায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আবু খাত্তাব আল-ইরাকি নামের এক সদস্য এ হামলা চালিয়েছে। তবে সদর ও আল-রাশিদ এলাকায় হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।