মাসজুড়ে বিজয়োৎসবের ঘোষণা মমতার

ঘাসফুলের জয় সুনিশ্চিত হতেই বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া রাজ্যে শান্তি বজায় রাখার ডাক দিলেন সাবেক এই মুখ্যমন্ত্রী। আনন্দের এই সময়ে মাসজুড়ে বিজয়োৎসবের ঘোষণা দিয়েছেন তিনি।
মমতার ঘোষণা, গত পাঁচ বছর সরকার যে ঢালাও উন্নয়ন করেছে রাজ্যে, তার জন্যই এই বিপুল জয়। আর তাই রাজ্যে বিজয়োৎসব চলবে ৩০ মে পর্যন্ত।
এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম জোট গড়ে নির্বাচন করলেও তৃণমূল কংগ্রেস লড়েছে একা। ১৯৬৭ সালের পর এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো শাসক দল একা লড়াই করল।
আর ইতিহাস গড়ে ২১৭ আসন নিয়ে ক্ষমতায় ফিরলেন মমতা। গত বার কংগ্রেসের সঙ্গে জোট করে মমতা জিতেছিলে ১৮৪টি আসনে। এ বার একক লড়াইতেই সেই সংখ্যাকে তৃণমূল ছাপিয়ে গেল।
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এ দিন প্রথমেই রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা জানান। যে বিপুল সমর্থন তৃণমূলের প্রতি উজাড় করে দিয়েছেন ভোটাররা, তাঁর জন্য রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ জানান। মমতার ঘোষণা, মে মাসজুড়ে এ বার সাংস্কৃতিক ও সামাজিক বিজয়োৎসব চলবে। তিনি বলেন, ‘‘ছোট ছোট ছেলেমেয়েরা সব পরীক্ষায় পাস করেছে ভালো ফল করেছে। তাদের পুরস্কৃত করা হবে। সম্মান জানানো হবে।’’ অর্থাৎ তৃণমূলের বিপুল জয় যেমন উদযাপন করবে দল, তেমনই সামাজিক উৎসব-অনুষ্ঠান আয়োজন করে সেই বিজয়োৎসবে শামিল করা হবে আরো অনেককে।
বিপুল উন্নয়নের জন্যই এই জয়, বলেছেন মমতা। গত পাঁচ বছরে গোটা রাজ্যে তাঁর সরকার যে কাজ দেখিয়েছে, তার নিরীখেই মানুষ রায় দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী এ দিন মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘বাংলাকে গোটা রাজ্যে শ্রেষ্ঠ করে তোলাই আমার কাজ হবে।’’ আগামী পাঁচ বছর রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই তৃণমূলের সরকার কাজ করবে বলে মমতা জানান।