যুক্তরাষ্ট্রের হামলায় তালেবানপ্রধান ‘নিহত’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/22/photo-1463888878.jpg)
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবানের প্রধান নেতা মোল্লা আক্তার মনসুর নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, মোল্লা আক্তার মনসুর তাঁর এক সহযোগীসহ আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি এলাকা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় এ হামলার শিকার হন তাঁরা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তালেবানপ্রধানের গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে হামলার ফলাফল এখনো নিশ্চিত নন তাঁরা। গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে আহমাদ ওয়াল শহরের কাছে এ হামলা চালানো হয়। আর এই হামলার অনুমোদন দিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সরকারই হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিটার কুক বলেন, ‘আমরা এখনো এই বিমান হামলার ফলাফলের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ামাত্রই তা জানিয়ে দেওয়া হবে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন একটি কথা আমরাও শুনেছি। তবে এটা নতুন নয়। আগেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছে। তবে আমি আপনাকে সত্যিটা জানাই, মোল্লা মনসুর মারা যাননি।’
তালেবান নেতাদের মৃত্যুর বিষয়ে এ ধরনের গুজব আগেও বহুবার ছড়ানো হয়েছে বলে জানান এই কমান্ডার।
২০১৩ সালে নিহত হন তালেবানের আধ্যাত্মিক গুরু এবং প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। তবে এর দুই বছর পর বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ২০১৫ সালের জুলাই মাসে তালেবানের নেতৃত্ব গ্রহণ করেন আক্তার মনসুর।