সানদিয়েগোতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ, ১২ জন আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/28/photo-1464417427.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের এক সমাবেশ ঘিরে তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সানদিয়েগো কনভেনশন সেন্টারের বাইরে এই সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
বিবিসি জানায়, কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা একে অপরের দিকে পাথর, পানির বোতল ছুড়ে মারে। একপর্যায়ে দাঙ্গা পুলিশ এসে সংঘর্ষকারীদের ওপর চড়াও হয়। পুলিশের চাপে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থলে কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
গার্ডিয়ান জানিয়েছে, পুলিশ সংঘর্ষকারীদের ওপর কাগজের বল নিক্ষেপ করে। এ ছাড়া বিক্ষোভকারীদের কনভেনশন সেন্টারের আশপাশের এলাকা থেকে সরিয়ে দিতে তাদের ওপর ‘পিপার স্প্রে করা হয়’।
ক্যালিফোর্নিয়ায় আগামী ৭ জুন অনুষ্ঠেয় প্রাইমারির আগে মেক্সিকোর সীমান্তবর্তী সানদিয়েগোতে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের সমাবেশ আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে থাকা মেক্সিকোর নাগরিকদের ধর্ষক বলেন ট্রাম্প। আর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বড় দেয়াল তৈরির কথা বলেন তিনি।
এর আগে শুক্রবার সকালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে এক বিতর্কের আহ্বান নাকচ করে দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্রেটিক দলের দ্বিতীয় প্রার্থীর সঙ্গে তাঁর বিতর্কের কোনো ইচ্ছা নেই। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন দৌড়ে প্রথম থাকা হিলারি ক্লিনটনের সঙ্গে বিতর্কে তাঁর কোনো সমস্যা নেই।
বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেমোক্রেটিক দলের মনোনয়ন পদ্ধতিতে ‘কারচুপি’ হয়েছে। হিলারি ক্লিনটন ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি কোনোভাবেই স্যান্ডার্সকে জয়ী হতে দেবে না।