কলকাতায় ডেপুটি স্পিকারকে সম্মাননা প্রদান
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘কলকাতা এক্সলেন্স অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। আজ রোববার কলকাতার রবীন্দ্র সদনে অবনীন্দ্র সভাঘরে স্পিকারের হাতে এ সন্মাননা তুলে দেওয়া হয়।
‘হ্যালো কলকাতা’ সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেওয়া হয় ডেপুটি স্পিকারের হাতে।
অনুষ্ঠানে ফজলে রাব্বি বলেন, ‘আমি খুবই আপ্লুত। আমাকে এই পুরস্কার দেওয়া হবে তার কোনো ধারণাই আমার ছিল না।আমি মনে করেছিলাম এখানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। কিন্তু এখানে এনে যেভাবে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমি কৃতজ্ঞ এবং কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চমৎকার। বাংলাদেশে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’