ইরানে পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর
ইরানের আলোচিত পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২০১১ সাল থেকেই তিনি ইরানের কারাগারে বন্দি ছিলেন।
শাহরাম আমিরির মা বিবিসিকে বলেন, শাহরাম আমিরির মরদেহ তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়। ওই মৃতদেহের গলায় দড়ির দাগ দেখা যায়। পরিবারের ধারণা, ফাঁসি দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মৃতদেহ পাওয়ার পর শাহরাম আমিরির দাফন সম্পন্ন করেছে পরিবার।
কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, শাহরাম আমিরি ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ভালো জানতেন।
১৯৭৭ সালে জন্ম নেওয়া শাহরাম আমিরি ২০০৯ সালের মে বা জুন মাসে মক্কায় হজ করতে গিয়ে নিখোঁজ হন। পরে ২০১০ সালে এক ভিডিওবার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাঁকে অপহরণ করেছে। ২০১০ সালের ১৩ জুলাই তিনি ওয়াশিংটন ডিসি পাকিস্তান দূতাবাসের ইরানের স্বার্থ-সংশ্লিষ্ট বিভাগে হাজির হন আমিরি এবং তিনি ইরানে ফিরে যাওয়ার ইচ্ছের কথা জানান। এর দুদিন পরই দেশে ফেরেন আমিরি। তাঁর পরিবার এবং দেশের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
২০১১ সালের মে মাসে দেশদ্রোহিতার চেষ্টার অভিযোগে শাহরাম আমিরিকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। ওই সময় থেকেই পরিবারের আশঙ্কা ছিল, শাহরাম আমিরিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।