ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা
হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে এক মাস ধরে চলা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। স্থানীয় সময় মঙ্গলবার রাতে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসসেরি এ ঘোষণা দেন।urgentPhoto
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রচারিত এক বার্তায় জানানো হয়, অপারেশন ডিসিসিভ স্টর্ম (হুতি দমনে বিশেষ অভিযান) লক্ষ্য অর্জন করেছে। সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর ওপর ভারী অস্ত্রশস্ত্রের হুমকি আর নেই। এতে আরো বলা হয়, চলতি অভিযান শেষ হওয়ার পর নতুন আরেকটি অভিযান শুরু হবে। এর লক্ষ্য হবে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেসামরিক নাগরিকদের রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে অব্যাহত যুদ্ধ, বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া ও ইয়েমেনি জনগণের প্রতি ত্রাণ ও চিকিৎসা সহায়তা বাড়ানো।
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসসেরির বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, হুতি বিদ্রোহীদের দমনে তৎপরতা অব্যাহত থাকবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে আসসেরি সাংবাদিকদের বলেন, ইয়েমেনের ভেতর হুতি বিদ্রোহীদের কোনো তৎপরতা বা অভিযান প্রতিহত করবে জোট। তিনি আরো বলেন, অপারেশন রিস্টোর হোপ (আশা-জাগানো অভিযান) শুরু হয়েছে। এতে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক তৎপরতার সমন্বয় থাকবে।