ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সুখী
ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ বেশি সুখী। সুখে থাকার দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তানের বাসিন্দারাও। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুতে প্রকাশিত সংবাদে বলা হয়, জাতিসংঘের উদ্যোগে টেকসই উন্নয়ন সমাধান সম্পর্কিত নেটওয়ার্ক (এসডিএসএন) এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে সুখী মানুষের বাস সুইজারল্যান্ডে।
প্রতিবেদনে বলা হয়, দেশের জিডিপির হার, সামাজিক অবস্থান, জীবনযাত্রার স্বাস্থ্যকর মান, জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দুর্নীতিতে অবস্থান ইত্যাদি সূচকের ওপর নির্ভর করে তালিকাটি তৈরি করা হয়েছে।
সুখী মানুষের তালিকায় ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। তালিকায় ভারতের অবস্থান ১১৭ এবং পাকিস্তানের অবস্থান ৮১। সুখের তালিকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষে থাকা দেশ ফিলিস্তিন আর ইরাকের মানুষও ভারতের চেয়ে এগিয়ে আছে। ফিলিস্তিনের অবস্থান ১০৮ এবং ইরাকের অবস্থান ১১২। ২০১৩ সালে এ ধরনের একটি প্রতিবেদনে ভারতের অবস্থান ছিল ১১১।
তালিকায় বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫তম। সারা বিশ্বে একসময় বৃহৎ উপনিবেশের মালিক যুক্তরাজ্যের মানুষের অবস্থান তালিকায় ২১তম।
বাণিজ্যের দিক দিয়ে এগিয়ে থাকা এশিয়ার দেশ সিঙ্গাপুরের অবস্থান ২৪, জাপানের অবস্থান ৪৬ এবং চীনের অবস্থান ৮৪। সৌদি আরবের অবস্থান ৩৫।
সুখী মানুষের তালিকায় শেষের দিকে আছে আফগানিস্তান, যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া, টোগো, বুরুন্ডি, বেনিন, রুয়ান্ডা, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, গায়ানা ও চাদের মানুষ।