কাবুলে কেয়ারের কার্যালয়ে হামলা, একজন নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে বেসরকারি সংস্থা কেয়ার-এর কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার কাবুলের ব্যবসায়িক ও আবাসিক এলাকা বলে পরিচিত শার-ই-নওয়ে এ ঘটনা ঘটে।
কো-অপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার (কেয়ার) মানবিক সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা। ১৯৪৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
আফগানিস্তানের কর্মকর্তারা জানান, চার ব্যক্তি হামলায় অংশ নেয়। হামলাকারীরা প্রথমে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। এর পর কেয়ারের কার্যালয়ে ঢুকে গুলিবর্ষণ করে। পরে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
আফগান সরকারের এক মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টা অভিযানে চার হামলাকারীর সবাই নিহত হয়েছে। অভিযানে ১০ বিদেশিসহ ৪২ জনকে উদ্ধার করা হয়।
ওই মুখপাত্র আরো বলেন, অভিযানের সময় শার-ই-নও এলাকায় অনেক অংশের সড়ক বন্ধ রাখা হয়। স্কুলও বন্ধ করে দেওয়া হয়।
এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
কেয়ারের কার্যালয়ে হামলার মধ্য দিয়ে গত ২৪ ঘণ্টায় কাবুলে পঞ্চম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। এর আগে সোমবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জোড়া বোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে ২৪ জন নিহত হন। আহত হন আরো ৯১ জন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে আছেন সেনাবাহিনীর এক জেনারেল ও দুজন উচ্চপদস্থ কর্মকর্তা।
আফগান তালেবান জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি সংগঠনটি কাবুলে হামলা বাড়িয়েছে।
কয়েকটি হামলার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে কাবুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।