দুমুখো বাছুর
দুমুখো সাপ কিংবা দুই মাথার মানবশিশুর অনেক নজির আছে। কিন্তু দুই মাথার বাছুর জন্মের ঘটনা একেবারেই ব্যতিক্রম। চক্ষু ছানাবড়া হওয়ার মতো ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উত্তর ফ্লোরিডার একটি খামারে।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার ফ্লোরিডার বেকার কাউন্টির একটি খামারে এ বাছুরের জন্ম হয়।
খামারের মালিক ডুইট ক্রুজ বলেন, তিনি ৬০ বছর ধরে গবাদিপশু লালন-পালন করছেন। কিন্তু এই সময়ের মধ্যে এমন ঘটনা দেখেননি।
ক্রুজ আরো বলেন, বকনা বাছুরটি ঠিকমতো দাঁড়াতে পারছে না। তবে এটিকে বোতলে করে খাবার দেওয়া হচ্ছে। কোনো কিছু খেলে এটির এক মুখের সঙ্গে অন্যটিও নড়েচড়ে ওঠে।
ব্যতিক্রম ও আশ্চর্যজনক ঘটনা প্রকাশক প্রতিষ্ঠান ‘রিপলি’স বিলিভ ইট আর নট’ এরই মধ্যে খামারের মালিক ক্রুজের সঙ্গে যোগাযোগ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে দুই মাথার একটি বাছুর ৪০ দিন বেঁচে ছিল।