আশুরার দিন কাবুলের মাজারে হামলা, নিহত ১৪
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
গতকাল মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলমানদের শোক মিছিলের প্রস্তুতির সময় এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কেউ।
বিবিসি অনলাইন জানিয়েছে, কাবুলের সবচেয়ে বড় মাজার ‘কারতে সাখি’তে চালানো এ হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আত্মঘাতী এই হামলাকারীরা পুলিশের পোশাক পরে এসেছিল। প্রথমে একটি পিস্তল দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এক হামলাকারী। এরপর একে-৪৭ রাইফেল ব্যবহার করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মোট তিন বন্দুকধারী এ হামলা চালায়। এদের মধ্যে কেবল একজনকে হত্যা করতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় এই উৎসবে হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিল আফগান সরকার। দেশটির ১৫ শতাংশ মানুষ শিয়া মুসলিম। পবিত্র আশুরা পালন উপলক্ষে শিয়া সম্প্রদায়ের জমায়েতে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।
এর আগে গত ২৩ জুলাই আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের ওপর ইতিহাসের সবচেয়ে বড় হামলাটি চালানো হয়। এতে ৮৪ জন নিহত হন এবং আহত হন অন্তত ১৩০ জন। সে সময় মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলায় দায় স্বীকার করেছিল।
এদিকে, তালেবান যোদ্ধাদের ঠেকাতে দেশটির দক্ষিণের হেলমান্দ লস্কর গড় এলাকায় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় লস্কর গড় ছাড়তে শুরু করেছেন স্থানীয়রা। এ ছাড়া প্রদেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।