‘ইরাকে নাগরিকদের মানবঢাল বানাতে পারে আইএস’
ইরাকের মসুল থেকে অন্তত ২০০ পরিবারকে তাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জাইদ রাদ আল হুসেইন এ কথা জানিয়েছেন।
গত সোমবার আইএসনিয়ন্ত্রিত মসুলের দিকে অগ্রসর হতে শুরু করে ইরাকের যৌথ বাহিনী। সেদিনই ২০০ পরিবারকে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে যায় আইএস।
জাতিসংঘ আরো জানায়, মসুলের একটি গ্রামে আইএসের গুলিতে ৪০ জন নিহতের বিষয়টি তারা তদন্ত করছে। তবে কোন গ্রামে এ হত্যাকাণ্ড হয়েছে তা জানানো হয়নি।
এদিকে, শুক্রবার মসুলের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কিরকুকে আইএস যোদ্ধারা হামলা শুরু করেছে। এতে ১৯ জন নিহত হয়েছে।
হাইকমিশনার জাইদ রাদ আল হুসেইন আরো জানান, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মসুল থেকে পরিবারগুলোকে পালাতে দিচ্ছে না আইএস। তিনি বলেন, ‘২০১৪ সালে মসুল দখল করার পর আইএস যোদ্ধারা নাগরিকদের হত্যা ও নির্যাতন করে এবং শহরটির অধিবাসীদের তারা নিজেদের অধীনে নেয়। এর ফলে কোনো সন্দেহ নেই যে, বেসামরিক নাগরিকরা ঝুঁকির মুখে রয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার প্রধান জানান, যেসব নাগরিক আইএসের প্রতি নাগরিকত্ব প্রকাশ করেনি তারাই মূলত হামলার লক্ষ্যবস্তু।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান, এরই মধ্যে বেশ কিছু মানুষ মসুল ছেড়ে পালিয়েছেন।