সবুজ চোখের সেই আফগান মেয়েটি পাকিস্তানে গ্রেপ্তার
পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র জাল করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে সবুজ চোখের নারী ‘আফগান গার্ল’ খ্যাত শরবত বিবিকে। আজ বুধবার পেশোয়ারের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) সদস্যরা শরবত বিবিকে গ্রেপ্তার করেন। তাঁর কাছে আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশেরই জাতীয় পরিচয়পত্র ছিল।
বার্তা সংস্থা এএফপিকে পাকিস্তানের ন্যাশনাল বেটাবেইস রেজিস্ট্রেশন অথরিটির (এনএডিআরএ) কর্মকর্তা শহীদ ইলিয়াস জানান, জাল পরিচয়পত্র রাখার দায়ের শরবত বিবিকে গ্রেপ্তার করেছে এফআইএ। সেই সঙ্গে এনএডিআরএর যে কর্মকর্তারা শরবত বিবির নামে পরিচয়পত্র তৈরি করে দিয়েছেন, তাঁদেরও শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, জাল পরিচয়পত্র রাখার দায় প্রমাণ হলে শরবত বিবির ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন শহীদ ইলিয়াস। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ৪১৯, ৪২০ ধারায় এবং দুর্নীতি দমন আইনের ৫-এর ২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এফআইএর এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছর এনএডিআরএ শরবত বিবি ও তাঁর দুই ছেলের নামে তিনটি পরিচয়পত্র ইস্যু করে। কিন্তু পরে জানা যায়, ওই দুই ব্যক্তি শরবত বিবির ছেলে নন। শরবত বিবির তিন সন্তান। এর মধ্যে দুটি মেয়ে ও একটি দুই বছর বয়সী ছেলে। এমনকি ওই দুই ব্যক্তির পরিচয়পত্রে যে ঠিকানা দেওয়া হয়েছে তাও সঠিক নয়।
ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি ১৯৮৪ সালে পেশোয়ারের শরণার্থী শিবিরে শরবত বিবির একটি ছবি তোলেন। ১৯৮৫ সালের জুন সংখ্যায় ছবিটি দিয়ে প্রচ্ছদ করে ম্যাগাজিনটি, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সে সময় তিনি ‘আফগান গার্ল’ হিসেবে পরিচিতি লাভ করেন। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। ছবিটিকে মোনালিসার ছবির সঙ্গেও তুলনা করা হয়।