দূতাবাস খুলতে কিউবা-যুক্তরাষ্ট্র আলোচনা

দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার বিষয়ে আসছে ২১ মে ওয়াশিংটনে আলোচনায় বসতে যাচ্ছে কিউবা ও যুক্তরাষ্ট্র। রাষ্ট্র দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বৈঠকে হাভানা ও ওয়াশিংটনে দূতাবাস স্থাপন করতে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ বিষয়ে আলোচনা হবে বলে আজ শুক্রবার জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি।
১৪ এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্রয়দাতার তালিকা থেকে কিউবার নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এটাই প্রথম বৈঠক। হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খুলতে দেওয়ার জন্য কিউবার পূর্বশর্ত ছিল যে ওই তালিকা থেকে কিউবার নাম বাদ দিতে হবে।
১৭ ডিসেম্বরে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপনের ঘোষণা দেন। কিউবার বিপ্লবের মধ্যদিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের অনুগত এক সরকারকে উচ্ছেদের প্রতিবাদে ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছিল।