আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, নিহত ৪
আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমানঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন।
স্থানীয় গভর্নর হাজি শোকর বিবিসিকে এসব তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বিমান ঘাঁটিটি অবস্থিত। স্থানীয় সময় শুক্রবার এই ঘাঁটিতে ‘ভেটেরান’স ডে’ উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সে সময় এই হামলা চালানো হয়।
ঘটনার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান । বিবৃতিতে তারা জানায়, এক তালেবান সদস্য এই আত্মঘাতী বোমা হামলা চালায়।
আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী প্রধান জেনারেল জন ডাব্লিউ নিকোলসন এক বিবৃতিতে বলেন, ‘আজ আক্রমণে আমাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা হতাহত হয়েছেন। তাঁদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। আমার চিন্তাচেতনায় থাকবে আজকের দিনটি।’
বাগরাম বিমানঘাঁটিতে হামলার ঘটনা প্রথম নয়। আফগানিস্তানে শীতকাল শুরু হওয়ার আগে বিভিন্ন সময় এই ঘাঁটিতে হামলা চালায় তালেবান।
এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে জার্মান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবান সদস্যরা। এতে কমপক্ষে দুজন নিহত ও ৮০ জন আহত হয়।