আফগানিস্তানে তালেবানের ছায়া গভর্নরসহ নিহত ১১
আফগানিস্তানে সেনা অভিযানে দেশটির উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশের তালেবানের ছায়া গভর্নর মৌলবি নাজিবুল্লাহ ওরফে আতা উল্লাহসহ ১১ জঙ্গি নিহত হয়েছেন। বৃহস্পতিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সারিপুল প্রদেশের রাজধানী সারিপুল নগরী ঘিরে বুধবার তালেবানবিরোধী অভিযানে এঁরা নিহত হন।
ছায়া গভর্নর মৌলভী নাজিবুল্লাহ আফগান তালেবানের একজন কুখ্যাত কমান্ডার ছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, নাজিবুল্লাহ সারিপুল প্রদেশে সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতামূলক কার্যকলাপের সংগঠক ছিলেন।