আইফোনের নকশায় ফোন বানাতে পারবে সবাই

নকশা ও গঠনের ব্যতিক্রমের কারণেই আইফোন বিখ্যাত। এবার থেকে এমন নকশায় অন্য কারো স্মার্টফোন তৈরিতে আর বাঁধা নেই। অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার এক মামলায় যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত রায় দিয়েছেন, এখন থেকে আইফোনের নকশায় যে কেউ ফোন বানাতে পারবে।
মামলায় অ্যাপলের অভিযোগ ছিল স্যামসাং তাদের নকশা অনুসরণ করে স্মার্টফোন বানিয়েছে। হুবহু আইফোনের মতো কয়েকটি স্মার্টফোন আছে স্যামসাংয়ের। এর প্ররিপ্রেক্ষিতে স্যামসাং নকশার স্বত্ব আইন ভঙ্গ করেছে দাবি করে অ্যাপল যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত স্যামসাংকে জরিমানা করে। তবে আপিল আদালত নিম্ন আদালতের রায় বাতিল করে অ্যাপলের নকশা সবাই অনুসরণ করতে পারবে বলে রায় দিলেন। তবে জরিমানার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের আপিল আদালতের রায়ে বলা হয়, অন্যান্য স্মার্টফোনের সঙ্গে আইফোনের টাচস্ক্রিন ফোনের নকশার তেমন বড় কোনো পার্থক্য নেই। সাধারণ নকশার স্মার্টফোন তৈরি থেকে স্যামসাংকে বিরত রাখতে পারে না অ্যাপল। শুধু স্যামসাং নয় অন্য যেকোনো স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই অদেশ প্রযোজ্য। তবে নকশার এমন কোনো অংশে একই হওয়া যাবে না যার কোনো ব্যবহারিক দিক নেই। এমনটি হতে পারে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লগো। অথবা কোনো প্রযুক্তিগত ব্যবহার নেই এমন কোনো অংশ।
এর আগে নিম্ন আদালত নকশার স্বত্ব আইন ভঙ্গের অভিযোগে স্যামসাংকে ৯৮ কোটি মার্কিন ডলার জরিমানা করে। আপিল আদালত স্মার্টফোনের নকশার বিষয়ে রায় দিলেও ওই জরিমানা ব্যাপারটি নিয়ে কোনো সিদ্ধান্ত দেননি। জানা গেছে একজন জুরি স্যামসাংয়ের জরিমানার পরিমাণ অথবা অদৌ জরিমানা দিতে হবে কী না নির্ধারণ করবেন।
আপিল আদালতের রায়ের পর অ্যাপলের মুখপাত্র জোস রোসেনস্টক বলেন, মামলাটি জরিমানার জন্য নয়। এটি হলো পণ্যের উন্নয়নে অ্যাপলের কঠোর শ্রমের বিষয়টির অধিকার নিশ্চিত রাখা। এটি মূল্য দিয়ে কেনা যায় না। তবে স্যামসাংয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অ্যাপল-স্যামসাংয়ের মধ্যে জটিলতা শুরু হয় ২০১১ সালে। এর পর থেকে গত কয়েক বছরে দুটি প্রতিষ্ঠান বেশ কয়েকটি মামলায় জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরেও কয়েকটি মামলা হয়েছে। দুটি প্রতিষ্ঠানের মধ্যে স্মার্টফোন সেট তৈরি ও বিপণনে শীর্ষস্থান দখলের লড়াই চলছে। গত বছর দুটি প্রতিষ্ঠানই সম্মত হয় যুক্তরাষ্ট্রের আদালতে তাদের মধ্যেকার মামলাগুলোর নিষ্পত্তি করবে।