জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনীতিতে বড় শূন্যতা তৈরি হলো
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ভারতের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় রাজনীতিক জয়রাম জয়ললিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
এআইএডিএমকে প্রধান জয়ললিতার প্রশংসা করে মোদি বলেন, নাগরিকদের সঙ্গে তাঁর সংযোগ, গরিবদ, নারী ও প্রান্তজনের উন্নয়ন নিয়ে উদ্বেগ সব সময়ই ‘উৎসাহের উৎস’ হবে।
জনপ্রিয় কিছু কর্মসূচির মাধ্যমে গরিবদের খুব কাছে যেতে পেরেছিলেন জয়ললিতা। তিন দশক ধরে রাজ্যে ভোটের রাজনীতিতে মেরুকরণ করতে পেরেছিলেন তিনি।
টানা ৭৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল সোমবার রাতে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত রোববার সন্ধ্যায় হৃদযন্ত্র বিকল হয়ে যায় জয়ললিতার। এর পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে অ্যাপোলো হাসপাতালের বিবৃতিতে বলা হয়।