কান্নায় ভেঙে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী
কানাডায় আশ্রয় পাওয়া সিরীয় শরণার্থীদের সঙ্গে কথার বলার সময় কান্নায় ভেঙে পড়লেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সম্প্রচারমাধ্যম সিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
খবরে বলা হয়, গত বছর প্রধানমন্ত্রী ট্রুডো নিজে কানাডায় সিরিয়ার শরণার্থীদের স্বাগত জানিয়েছিলেন। গত সোমবার সিরীয় শরণার্থীদের একটি অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী ট্রুডো। এ সময় তাঁদের জীবনের কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।
গত বছরের ডিসেম্বরে যুদ্ধাবিধ্বস্ত সিরিয়া থেকে ভ্যানিগ গ্যারাবিদিয়ান নামে এক ব্যক্তি তাঁর পরিবার নিয়ে কানাডায় পালিয়ে যান। তিনি বিমানবন্দরে দেশটির প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রত্যক্ষদর্শী হিসেবে সিরিয়ায় যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেন।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গ্যারাবিদিয়ান বলেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি ‘ওয়েলকাম হোম’ দুটি শব্দ উচ্চারণ করেছিলেন।’
এ সময় গ্যারাবিদিয়ান আবেগপ্রবণ প্রধানমন্ত্রী ট্রুডোকে বলেন, ‘একবার ভাবো তুমি যুদ্ধবিধ্বস্ত এলাকা ত্যাগ করছো, তোমার ঘর ছাড়ছো।’ এ সময় প্রধানমন্ত্রী ট্রুডু আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখে জল দেখা যায়। তিনি টিস্যু দিয়ে তাঁর চোখের জল মোছেন।
ট্রুডো বলেন, ‘যুদ্ধাহত দেশের মানুষকে সাহায্য করা ছিল সত্যিই গুরুত্বপূর্ণ। তুমি এবং তোমার মেয়েরা যখন বিমানবন্দরে আমার সামনে হাঁটছিল, তখন আমি বুঝতে পেরেছি যে আমরা একটি দেশ হিসেবে কী করেছি এবং আমি দেশটিকে সাহায্য করেছি। তুমি ওই রাতে কানাডার মাটিতে হাঁটতে পারতে না, যদি না আমি বলতাম’- যোগ করেন প্রধানমন্ত্রী ট্রুডো।
‘দেখো আজ তুমি এখানে, আমি ভেবেছিলাম, এটা নিয়ে আমি আবেগপ্রবণ হব না। কিন্তু এটা ছিল আমার জন্য একটি অসাধারণ মুহূর্ত। এটাই ছিল কানাডার সবচেয়ে ভালো বিষয়ের প্রতিফলন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।