সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমায় নিহত ৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।
স্থানীয় সময় রোববার সকালে এ হামলা হয়।
সোমালিয়ার পুলিশ কর্মকর্তা মেজর আহমেদ ইব্রাহিম সিএনএনকে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মোগাদিসুর একটি বন্দরের ফটকে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।
ইব্রাহিম আরো জানান, বন্দরের শুল্ক বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বন্দরের কর্মচারী ও পথচারী।
পুলিশের এই কর্মকর্তার দাবি, প্রচণ্ড গোলাগুলির পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের পর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
বিস্ফোরণস্থলের কাছাকাছি একটি হাসপাতালের চিকিৎসক ইসা মোহামুদ সিএনএনকে বলেন, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।