অভিবাসীদের সরকারি ভবনে রাখবে মালয়েশিয়া
বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের ভবন ও প্রাঙ্গণে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। আজ মঙ্গলবার কুয়ালালামপুরভিত্তিক দৈনিক দ্য স্টার এ খবর প্রকাশ করেছে।
গতকাল সোমবার মালয়েশিয়ার পার্লামেন্ট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ হামিদি বলেন, ‘যেসব নেতা রাজনৈতিক মঞ্চে মানবাধিকারের কথা বলেন, অন্য পক্ষের ওপর দায় না চাপিয়ে তাঁরা তাঁদের কথাকে কাজে পরিণত করলে ভালো হবে।’
গত রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার পেনাং (রাজ্য) সরকারকে আহ্বান জানাচ্ছে, রোহিঙ্গা ও বাংলাদেশিদের আশ্রয় দিয়ে প্রমাণ করুক তারা মানবাধিকার রক্ষায় অগ্রগামী।’
এর আগে পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী লিম গুয়ান ইং অভিবাসীদের কেন্দ্রের মালিকানাধীন ভূমিতে আশ্রয় দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি জানান, তাঁর রাজ্যে জায়গার অভাব।
জাহিদ হামিদি বলেন, পেনাংয়ে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এগুলোতে অভিবাসীদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারকে তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানাচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশান্তর হওয়া ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। একই মত জানিয়েছে ইন্দোনেশিয়া।
গতকাল সোমবার থাইল্যান্ডের সীমান্তবর্তী মালয়েশিয়ার ভূখণ্ডে ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবিরের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কবরে কয়েক শ মরদেহ রয়েছে বলে ধারণা হচ্ছে। এ ছাড়া এরই মধ্যে মরদেহ উত্তোলনের কাজও শুরু করা হয়েছে।